Site icon Jamuna Television

ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে অমর একুশে হলে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। আজ মঙ্গলবার  (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

ফরহাদ বলেন, আমরা দেখেছি অমর একুশে হল সেন্টারে বিএনপিপন্থি স্টাফ ছাত্রদলের ফুল প্যানেলে ভোট দিয়ে ব্যালট বক্সে ঢুকাচ্ছেন। পরে ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণ পাওয়ার পর তাকে সেখান থেকে অব্যাহতি দেয়া হয়। এই বড় ঘটনা চাপা দেয়ার জন্য টিএসসিতে অভিযোগ করা হল যে আমার এবং সাদিকের নামে ক্রস চিহ্ন দেয়া ছিল।

তিনি আরও বলেন, যদি ব্যালটে ভোট দেয়া থাকত তাহলে সাথে ক্রস চেক করার জন্য নিয়ে বের হয়ে আসার কথা ছিল। কিন্তু তিনি এক মিনিট ধরে সেখানে ছিলেন। সেখানে বাকি ব্যালটগুলো দেখা হয়েছে কিন্তু কোথাও দাগ ছিল না। আর আগের ভোটারও কোনো অভিযোগ দেননি। আমরা বলেছি, এ বিষয়ে হয় শিক্ষক জড়িত নাহলে শিক্ষার্থী অথবা কোনো কর্মকর্তা জড়িত। যিনি জড়িত তাকে বহিষ্কার করেন। প্রমাণ আনেন, ফুটেজ দেন। কিন্তু তারা ফুটেজ না দিয়ে নিজেরাই তা লুকানোর চেষ্টা করছেন। এটা খুবই অ্যালারমিং ব্যাপার।

ডাকসু কোন রাজনৈতিক দলকে সার্ভ করার জন্য আসেনি মন্তব্য করে ফরহাদ বলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, তারা যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। এই জিনিসগুলো আগে আমাদের ধারণ করা দরকার।

/এএইচএম

Exit mobile version