Site icon Jamuna Television

হাইকোর্টের আদেশ স্থগিত, জাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দেয়ার হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অমর্ত্যের প্রার্থিতা বাতিল বিষয়ে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী অমর্ত্য জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত। তাই ভোটার ও প্রার্থী তালিকা থেকে তার নাম প্রত্যাহার করা হলো।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভিপি পদে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় প্রার্থিতা ফেরতের দাবিতে হাইকোর্টে রিট করেন। রিটের ওপর শুনানি নিয়ে আজ দুপুরে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ফলে অমর্ত্যের নির্বাচনে অংশ নেয়ার পথ খোলে।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে জাবি কর্তৃপক্ষ। শুনানি নিয়ে বিকেলে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে আসন্ন জাকসু নির্বাচনে অমর্ত্য রায়ের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত হয়ে গেল।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হতে যাচ্ছে জাকসু নির্বাচন। নির্বাচনে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন অমর্ত্য।

/এএম


Exit mobile version