Site icon Jamuna Television

কাতারে ইসরায়েলি হামলায় নীরব যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের উপপ্রেস সেক্রেটারি আনা কেলি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, দোহায় ইসরায়েলি হামলার বিষয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কোনো মন্তব্য নেই। তারা স্পষ্টতই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত প্রথম মন্তব্য করবেন তার ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে। এছাড়াও, তিন ঘণ্টার মধ্যে একটি প্রেস ব্রিফিং রয়েছে, যেখানে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট অনেক প্রশ্নের উত্তর দেবেন বলে জানান উপপ্রেস সেক্রেটারি।

যুক্তরাষ্ট্রের কমান্ডার-ইন-চিফ এই হামলার অনুমোদন দিয়েছেন কি না—বিশেষত যেখানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে—এটি বর্তমানে কেবল অনুমান ও জল্পনার বিষয় বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version