Site icon Jamuna Television

ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিদের শপথ নেয়ার আহ্বান নাসিমের

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের মাথা গরম না করে ইতিবাচক রাজনীতির জন্য শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ভুল সংশোধন করে বিএনপি ইতিবাচক রাজনীতি করবে এই আশা ১৪ দলের। বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের বৈঠক শেষে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানাবে ১৪ দল। বিয়ের উৎসবের মত মানুষ ভোট দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বের অন্যান্য দেশ- যারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ১৪ দল।

Exit mobile version