Site icon Jamuna Television

সিনেটের সামনে ঘোষণা হবে ডাকসুর ফলাফল

সংগৃহীত ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা চলছে। তবে সিনেট ভবনের হলে নয়, ভবনটির সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জামীম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি কেন্দ্র থেকে আলাদাভাবে হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে।

অর্থাৎ, অতীতের মতোই গণনা শেষে প্রথমে প্রত্যেক হল সংসদের ফল ঘোষণা করা হবে। পরে ডাকসুর ফলাফলও আনুষ্ঠানিকভাবে সিনেট ভবনের সামনে থেকে জানানো হবে।

উল্লেখ্য, দীর্ঘ ৩২ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন হলো। দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও এখন চলছে গণনা। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন নেতৃত্বের ফল ঘোষণার জন্য।

/এমএইচ

Exit mobile version