Site icon Jamuna Television

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু

প্রতিরক্ষামন্ত্রী ও ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ান লেকোর্নুকে এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী মনোনীত করলেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন।

আস্থা ভোটে পদচ্যুত ফ্রাঁসোয়া বায়রুর স্থলাভিষিক্ত হবেন ৩৯ বছর বয়সী এই নেতা। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনের মেয়াদে সপ্তম প্রধানমন্ত্রীও হতে চলেছেন সেবাস্তিয়ান লেকোর্নু।

স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণ করবেন তিনি। ২০১৭ সালে, ইম্যানুয়েল ম্যাকরনের নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন তিনি। এর আগে, জাতীয় বাজেট সংক্রান্ত অচলাবস্থার জেরে ফ্রান্সের দুই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়।

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version