Site icon Jamuna Television

প্রথমবারের মতো রাশিয়া-চীন-মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া

চীন, রাশিয়া ও মঙ্গোলিয়া প্রথমবারের মতো যৌথ সীমান্ত সামরিক মহড়া আয়োজন করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানায় চীনের সেনাবাহিনী। তিন প্রতিবেশী দেশের এই মহড়া তাদের ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে।

‘বর্ডার ডিফেন্স কো-অপারেশন–২০২৫’ নামের এই মহড়া সোমবার ও মঙ্গলবার তিন দেশের মধ্যে ভাগ করা একটি অঘোষিত সীমান্ত অঞ্চলে অনুষ্ঠিত হয় বলে জানায় পিপলস লিবারেশন আর্মি। তথ্যটি তাদের সরকারি উইবো অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।

চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার সেনাবাহিনীর অংশগ্রহণে যুদ্ধাস্ত্র ব্যবহার করে এই মহড়া হয়। সীমান্ত অঞ্চলে নিরাপত্তাঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত যৌথ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয় বলে চীনের সেনাবাহিনী জানিয়েছে।

সূত্র: রয়টার্স।

/এআই

Exit mobile version