বাজারে আসছে আইফোন ১৭

|

বাজারে আসছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন সিরিজের নতুন চারটি মডেল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উন্মোচিত হয় আইফোন সেভেনটিন, সেভেনটিন প্রো, প্রো ম্যাক্স এবং এয়ার।

আগের মডেলের তুলনায় নতুন ফোনগুলোর ডিসপ্লে বড় হবে আকারে। এছাড়াও ক্যামেরার মানের ক্ষেত্রে আগের মডেলগুলোর তুলনায় পরিবর্তন আনা হয়েছে। আরও দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি দ্বিগুন হবে স্টোরেজ। আগের প্রজন্মগুলোর ২৫৬ গিগাবাইটের বদলে যা হবে ৫১২ গিগাবাইট।

আইফোন ১৭-এর দাম ধরা হয়েছে ৭৯৯ মার্কিন ডলার। আইফোন ১৭ প্রো-এর জন্য ১১শ’ ডলার এবং প্রো-ম্যাক্সের জন্য গুনতে হবে ১,২০০ ডলার। আইফোন এয়ারের মূল্য ধরা হয়েছে এক হাজার ডলার।

চারটি মডেলই ১৯ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বাজারে। নতুন লাইনআপের এয়ার মডেলটি হবে আল্ট্রা স্লিম। এছাড়াও অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস প্রো-এর নতুন মডেলও উন্মোচন করেছে অ্যাপল।

সূত্র: অ্যাপলডটকম।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply