Site icon Jamuna Television

শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ

ফাইল ছবি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে । এর দু’টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। আর ব্যাংকের কাছে আরেকটি চাবি আছে। আজ সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে। এছাড়া শেখ হাসিনার নামে ১২ লাখ টাকা এবং তাঁর বোন শেখ রেহেনার যৌথ নামে আরও ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, সাবেক এই প্রধানমন্ত্রীর অর্থসম্পদের বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংককে চিঠি দেয়া হয়। সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয়।

পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক। সেই সূত্র ধরেই পূবালী ব্যাংকে লকারের তথ্য জানা যায়। অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় আজ সকালে। ধারণা করা হচ্ছে, ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল ও অলংকার থাকতে পারে।

/এএইচএম

Exit mobile version