Site icon Jamuna Television

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টির নিলামে দল পেয়েছেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারকে প্রায় ৩৫ লাখ টাকায় দলে ভিড়িয়ে চমক দেখালো ডারবান সুপার জায়ান্টস।

এই দলে সতীর্থ হিসেবে তাইজুল পাচ্ছেন হেইনরিখ ক্লাসেন, জস বাটলার, সুনীল নারাইন, এইডেন মার্করামের মতো তারকাদের। বাংলাদেশের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন নাটোরের এই স্পিনার। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে নিয়েছেন ৮৮ উইকেট।

এসএ টি টোয়েন্টির চুড়ান্ত নিলামে ছিলো ১৪ বাংলাদেশি। কিন্তু সাকিব,মুস্তাফিজ, লিটন, মিরাজরা ছিলেন আনসোল্ড।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে এসএটোয়েন্টির চূড়ান্ত নিলাম। সেখানে নাম লিখিয়েছেন তাইজুলসহ বাংলাদেশের ১৪ ক্রিকেটার।

তারা হলেন– সাকিব আল হাসান, লিটন দাস, তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মোস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও তিনি থেকে যান অবিক্রীত।

/এএম

Exit mobile version