ভারতকে চমকে দিতে চায় আমিরাত

|

মে মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল আরব আমিরাত।

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়।

এশিয়া কাপের রেকর্ড সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ভারত। তিনবার রানার্সআপও ‘মেন ইন ব্লু’। অন্যদিকে, মাত্র চতুর্থবারের মতো এশিয়া কাপে খেলছে আমিরাত। তাদের অর্জন সর্বোচ্চ পঞ্চম স্থান অর্জন করা। সব মিলিয়ে ভারত ও আমিরাতের মধ্যে এক অসম লড়াই দেখা যেতে পারে।

তবে সংযুক্ত আরব আমিরাত ঘটাতে চায় অঘটন। দলটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, এই সংস্করণে (টি-টোয়েন্টি) যেকোনো দলকে হারাতে সক্ষম আমরা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারত কিংবা পাকিস্তানকেও হারিয়ে অঘটন ঘটাতে পারি।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারত ও আমিরাত একবারই একে অপরের মুখোমুখি হয়েছিল। সেটিও আবার এশিয়া কাপের মঞ্চে। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া আসরের নবম ম্যাচে আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত।

উল্লেখ্য, এশিয়া কাপের আগের ১৬ আসরের ১৪টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। ২০২৩ সালে এশিয়া কাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে দুইবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। দুই আসরের মধ্যে একবার শিরোপা জিতেছিল ভারত।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply