Site icon Jamuna Television

রাকসু নির্বাচন: আজ ঘোষণা করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে, আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা।

রাকসু নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এরই মধ্যে এক প্রার্থীকে সতর্ক করা হয়েছে বলেও জানায় কমিশন।

অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ রয়েছে। তাদের প্রত্যাশা নির্বাচন হবে প্রভাবমুক্ত।

তফসিল অনুযায়ী, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে, ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে।

/এএইচএম

Exit mobile version