Site icon Jamuna Television

গামিনিকে রাজশাহীতে পাঠালো বিসিবি

কিউরেটর গামিনি ডি সিলভাকে ঢাকা থেকে রাজশাহীতে ট্রান্সফার করেছে বিসিবি। মিরপুরের পরিবর্তে এখন থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রধান কিউরেটর এখন এই লঙ্কান।

বেশ কিছুদিন থেকে গুঞ্জন ছিলো বরখাস্ত হতে পারেন বিতর্কিত কিউরেটর গামিনি ডি সিলভা। কিন্তু না, চুক্তির মেয়াদ পূর্ণ করবেন এই লঙ্কান। ফলশ্রুতিতে মিরপুরের হোম অব ক্রিকেট থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে এই লঙ্কানকে।

বিসিবির সাথে চুক্তি মেয়াদ শেষ করেই এই কিউইরেট বিদায় নেবেন বাংলাদেশ থেকে। গামিনির প্রথম অ্যাসাইমেন্ট হবে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর।

প্রসঙ্গত, গত মাসেই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছেন টনি হেমিং। তখন থেকেই গুঞ্জন ছিল গামিনি ডি সিলভাকে ঢাকার বাইরে নতুন কোনো ভেন্যুতে পাঠানো হচ্ছে।

/এমএইচ

Exit mobile version