Site icon Jamuna Television

শেরপুর সীমান্তে বিপুল ভারতীয় ওষুধ, মাদক ও ৭ চোরাই গরু আটক

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, বিভিন্ন ব্রান্ডের মদ ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে পৃথক পৃথক অভিযানে এসব ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট বিওপির টহল দল অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৮২৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের ভারতীয়  ঔষধ, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭টি ভারতীয় গরু আটক করা হয়।

তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় অবৈধ এ সব মালামালের বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

/এমএইচ

Exit mobile version