Site icon Jamuna Television

ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের জয়, ‘বাংলাদেশে নতুন ইতিহাস রচিত’— বলছে পাকিস্তান জামায়াত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াত-ই-ইসলামী পাকিস্তান।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জামায়াত-ই-ইসলামী পাকিস্তানের একাধিক ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে প্রচারিত দলের আমির হাফিজ নাইম উর রেহমানের এ অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়। ঢাবিতে ছাত্রশিবিরের এ জয়কে ‘বাংলাদেশে নতুন ইতিহাস’ ও ‘ভারতপন্থি শক্তির পরাজয়’ রচিত হয়েছে বলে আখ্যা দিয়েছে তারা।

পোস্টে বলা হয়, ‘দেশের বৃহত্তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির (ইসলামী জমিয়ত তালাবা) জয়লাভ করেছে, পুরো প্যানেলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথমবার।’

এ নির্বাচনে অন্যান্য প্যানেলগুলোতে ‘ভারতপন্থি শক্তির ঐক্যবদ্ধ সমর্থন ছিল’ দাবি করে এটিকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছে জামায়াত-ই-ইসলামী পাকিস্তান।

এতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচনে শিবিরের জয়ের জন্য আমরা শিবিরকে অভিনন্দন জানাই। ইনশাল্লাহ, এই বিজয় ছাত্র ও যুবাদের অধিকারের সংগ্রামের পাশাপাশি ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের জনগণের মুক্তির দিকে পরিচালিত করবে এবং উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নতুন শিরোনাম হিসেবে প্রমাণিত হবে।’

উল্লেখ্য, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের কৃতিত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও দিয়েছে পাকিস্তান জামায়াত।

/এমএইচআর

Exit mobile version