Site icon Jamuna Television

ইলিশ ধরতে আর নেই মানা!

টানা ২২ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে ইলিশ ধরা কার্যক্রম। পদ্মা-মেঘনায় ভোর থেকেই মাছ ধরার কাজে নেমেছেন জেলেরা। নদীতে জাল ফেলতে পারায় খুশি জেলে পরিবারগুলো। খুশি সাধারণ গ্রাহকরাও। ব্যাপক হারে বাজারে উঠতে শুরু করেছে ‘মাছের রাজা’।

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ থেকে ইলিশ ধরার পাশাপাশি শুরু হচ্ছে বিক্রিসহ সব ধরণের কার্যক্রম। এর ইমধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে মাছের আড়তগুলোতে। ইলিশ ধরা বন্ধ থাকায় ব্যবসায় যে প্রভাব পড়েছে তা পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রজনন মৌসুমে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন, বিক্রিসহ সব ধরণের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছিলো সরকার।

Exit mobile version