Site icon Jamuna Television

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর স্পনসর হাইসেন্স

এবার ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল স্পনসর হিসেবে থাকছে বিশ্বের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ও টেলিভিশন ব্র্যান্ড হাইসেন্স। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের এই বিশ্ব আসর।

২০১৭ সালে ফিফার সঙ্গে অংশীদারিত্ব শুরু করে হাইসেন্স। এরপর থেকে রাশিয়া বিশ্বকাপ (২০১৮), কাতার বিশ্বকাপ (২০২২) এবং উদ্বোধনী ৩২ দলীয় ফিফা ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল পার্টনার ছিল ব্র্যান্ডটি।

ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রম বলেন, হাইসেন্স ফুটবল ও টেলিভিশন প্রযুক্তির সমন্বয়কে নতুনভাবে উপস্থাপন করছে। তিনি জানান, ভিএআর প্রযুক্তি, ইমারসিভ অ্যাক্টিভেশন ও দর্শক অভিজ্ঞতার মানোন্নয়নে হাইসেন্স উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

অন্যদিকে, হাইসেন্স গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন ফ্যাং বলেন, আমাদের লক্ষ্য, বিশ্বের কোটি কোটি বসার ঘরকে সামনের সারির আসনে পরিণত করা, যাতে ভক্তরা ঘরে বসেই বিশ্বকাপ উপভোগ করতে পারেন।

বাংলাদেশে হাইসেন্স কনজিউমার ইলেকট্রনিকসের অনুমোদিত উৎপাদক ও পরিবেশক হলো ফেয়ার ইলেকট্রনিকস। বৈশ্বিক বাজারে ১০০ ইঞ্চি বা তার বেশি আকারের টিভি বিক্রিতে শীর্ষস্থান অর্জন করেছে হাইসেন্স। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশেও বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন ও অফার নিয়ে আসবে ফেয়ার ইলেকট্রনিকস।

/এটিএম

Exit mobile version