Site icon Jamuna Television

সাতক্ষীরায় স্বচ্ছ প্রক্রিয়ায় ২৮ পুলিশ কনস্টেবল চূড়ান্ত

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে ২৮ জনকে চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলা পুলিশ লাইন্সে এ ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এসব চাকরি প্রত্যাশীরা উত্তীর্ণ হন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এটির বেশী বেশী প্রচার-প্রসার প্রয়োজন। যেন মানুষ মনে করে দেশকে ভালোবাসতে হবে এবং দুর্নীতি মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, ১৪শ’ পরীক্ষাথীর মধ্যে ধাপে ধাপে উত্তীর্ণ হয়ে সবশেষ প্রাথমিকভাবে ২৮ জনকে পুলিশ কন্সটেবল পদে চূড়ান্ত করা হয়েছে। ছয়জনকে অপেক্ষমান রাখা হয়েছে। এরমধ্যে যে কোন কারণে কেউ বাদ পড়লে অপেক্ষমান তালিকা থেকে যুক্ত করা হবে।

এদিকে, ফলাফলে উত্তীর্ণ হওয়ার পর নিম্নআয়ের পরিবারের অনেক সন্তানরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের ফুলেল শুভেচ্ছা জানান এসপি।

/এমএইচআর

Exit mobile version