Site icon Jamuna Television

পাঁচ ট্রলারসহ ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব এলাকা থেকে পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগর থেকে এসব ট্রলার নিয়ে গেছে বলে জানিয়েছেন, টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং অপর ২টির মালিক শাহপরীর দ্বীপ এলাকার। তবে, তৎক্ষনাৎ সবার পরিচয় নিশ্চিত করতে পারেননি।

স্থানীয় জেলেরা বলেন, বুধবার সকাল থেকে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত ২০ থেকে ৩০টি ট্রলারে জেলেরা মাছ ধরছিলো। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

এদিকে, ঘটনাটির দায় স্বীকার করেছে আরাকান আর্মি। গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামক একটি সংবাদমাধ্যমে তারা দাবি করেছেন, বাংলাদেশি জেলেরা সমুদ্রসীমা লঙ্ঘন করে রাথেডং টাউনশিপের কোয়েটান-কাউক গ্রামের পশ্চিমে ও চেইনখারলি গ্রামের পশ্চিমে সাগরে মাছ ধরার কারনে আরাকান কোস্ট গার্ড সকাল আটটা থেকে দুপুরের মধ্যে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫টি ট্রলারসহ ৪০ জনকে আটক করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জেলেদের কাছ থেকে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

/এমএইচআর

Exit mobile version