Site icon Jamuna Television

হত্যাকাণ্ডের শিকার ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক

ডোনাল্ড ট্রাম্পের সাথে চার্লি কার্ক (ডানে)

হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক। বুধবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এদিন শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ৩১ বছর বয়সী কার্ক। সেসময় তাকে লক্ষ্য করে কাছাকাছি একটি ভবনের ছাদ থেকে ছোঁড়া হয় গুলি। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় কার্কের। গুলিবিদ্ধ হওয়ার কয়েক সেকেন্ড আগে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে।

হত্যার ঘটনায় শুরুতে এক সন্দেহভাজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনৈতিক কর্মী হিসেবে বেশ আলোচিত কার্ক। খুব কম বয়সে প্রতিষ্ঠা করেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠন। গত মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি।

অপরদিকে, কার্ককে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দেন তিনি।

/এএইচএম

Exit mobile version