Site icon Jamuna Television

ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নির্বাচনে জয়ের ব্যাপারে কোন সন্দেহে ছিল না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সচিবালয়ে, ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ও সদ্য বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এসময়, মন্ত্রিসভা কে থাকবে না থাকবে সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী ওয়াদা পূরণই এখন প্রধান চ্যালেঞ্জ।

হর্ষবধন শ্রিংলা বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধান করে দু’দেশ এগিয়ে যাবে। এসময়, নির্বাচনে বিজয়ে আওয়ামী লীগকে শুভেচ্ছা জানান হর্ষবর্ধন শ্রিংলা।

Exit mobile version