Site icon Jamuna Television

বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় হংকং

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল হংকং

শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রথম ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হংকং।

এই এই ম্যাচে জয়ের টার্গেট থাকলেও সব ডিপার্টমেন্টে প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি, তার ওপর আমাদের কাজ করতে হবে। তিনটি বিভাগেই ভালো করতে হবে।

২০১৪ টি-২০ বিশ্বকাপে ঘরের মাঠে খেলা এই ফরম্যাটে হংকংয়ের বিরুদ্ধে একমাত্র দেখায় হেরেছিল বাংলাদেশ। অতীত ভুলে এই ম্যাচের আগে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইতিবাচক মানসিকতায় আসর শুরুর আগে লিটনদের আত্নবিশ্বাস বাড়াচ্ছে প্রবাসী দর্শকরা। এই ম্যাচে দর্শকপূর্ণ গ্যালারি আশা করছেন টাইগার ক্যাপ্টেন।

ম্যাচে সুযোগ পেতে পারেন নেদারল্যান্ডস সিরিজ দিয়ে কামব্যাক করা সাইফ হাসান। আবুধাবির প্রচণ্ড গরম বাংলাদেশকে সমস্যায় ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হচ্ছে টাইগারদের। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।

/এএম

Exit mobile version