Site icon Jamuna Television

এই নির্বাচন প্রতারণার নির্বাচন: জয়নুল আবেদীন

এই নির্বাচন প্রতারণার নির্বাচন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসি, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের নামে জনগণের সাথে বিরাট প্রতারণা করেছেন।

তিনি আরো বলেন, আগের নির্বাচনগুলোতে ভোট চুরি হলেও এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে।

বার সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের বিচার বিভাগ দুর্বল বলে সংবিধান লঙ্ঘন করে এমন ভোট চুরি করা গেছে। এই নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানানো হয়েছে।

Exit mobile version