খেলা হলো ১৩ ওভার, সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

|

দফায় দফায় বৃষ্টি বাগড়া দেয়ায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে প্রোটিয়াদের দেয়া ৬৭ রানের টার্গেটে ৫৪ রানে থামে ইংলিশদের ইনিংস।

কার্ডিফে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২ ঘন্টা পর শুরু হয় ম্যাচ। ২০ ওভারের পরিবর্তে প্রতি ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভার ৫ বলে। টসে হেরে ব্যাট করতে নেমে তিনটি বিশোর্ধ্ব ইনিংসে ৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৯৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টির কারণে থেমে যায় ম্যাচ।

ডিএলএস পদ্ধতিতে ম্যাচ গড়ায় ৫ ওভারে। জয়ের জন্য ইংলিশদের সামনে টার্গেট দাঁড়ায় ৬৯ রানের। জবাবে জস বাটলারের ১১ বলে ২৫ রানের পরও ৫ উইকেট হারিয়ে ৫৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

প্রোটিয়াদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা ও করবিন বস।

ডিএলএস নিয়মে ১৪ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল এইডেন মার্করামের দল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply