বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে বার্বাডোজে অবস্থান করা সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের দুই ক্রিকেটার। নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয়নি সেই দুজন ক্রিকেটারের নাম।
বার্বাডোজের স্থানীয় গণমাধ্যম বার্বাডোজ টুডে দাবি করেছে, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাস্তায় এক ডাকাতের কবলে পড়েন কয়েকজন ব্যক্তি। এর মধ্যে সেই দুজন ক্রিকেটারও ছিলেন। তবে কেউ গুরুতরভাবে আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রতিক্রিয়ায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ম্যানেজার ডারিও বার্থলি গণমাধ্যমকে বলেন, ক্রিকেটাররা ভালো আছে। কেউ গুরুতরভাবে আহত হয়নি। এখন এটি পুলিশের বিষয়। তদন্ত শেষে পুলিশই যথাযথ তথ্য জানাবে।
/এএম

