Site icon Jamuna Television

আওয়ামী আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জরুল ইসলাম মিঠুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। 

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মিঠুর বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে দুদকে হস্তান্তর করা হবে।

এদিকে, সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

/এমএইচ

Exit mobile version