Site icon Jamuna Television

২০১৯ বার পানিতে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত

নতুন বছরকে স্বাগত জানাতে ২০১৯ বার ঠাণ্ডা পানিতে ডুব দিয়েছেন ভারতীয় এক যুবক। সদানন্দ দত্ত নামের ওই যুবকের বাড়ি দেশটির বিষ্ণুপুরের লালবাঁধের বাহাদুর গঞ্জে।

পানিতে একটানা ডুব দেয়ার এমন ঘটনাটি ধারণা করা হয় মোবাইলে ফোনে। পরে তা খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সদানন্দ একজন সাঁতারু। এলাকায় তিনি ‘পানকৌড়ি’ হিসেবেও পরিচিত। ২০১৯ বার পানিতে ডুব দিতে তিনি সময় নিয়েছেন মাত্র ৪৮ মিনিট। সদানন্দ জানিয়েছেন, তার লক্ষ্য বিশ্বকে জয় করার।

তবে ওই যুবকের এমন কাণ্ড নতুন না। ২০১৬ সাল থেকে নিয়মিতই বছরের প্রথম দিনে একই কাণ্ড করে আসছেন তিনি। এ নিয়ে চারবার এমন কাণ্ড ঘটালেন সদানন্দ দত্ত।

Exit mobile version