আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম।
আরও জানা যায়, গ্রেফতারকৃত মোতাজ্জরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে স্বাস্থ্য খাতে টেন্ডার জালিয়াতি, সিন্ডিকেট গঠন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে। বিকেলে মিঠুকে নেওয়া হয় মহানগর আদালতে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন এবং ১৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
/এসআইএন

