Site icon Jamuna Television

পরাজয় নিশ্চিত জেনে ছাত্রদলের ভোট বর্জন: শিবির সমর্থিত ভিপি প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে বলে জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব। তিনি বলেছেন, তবে নির্বাচন বয়কট করলেও এর প্রভাব সার্বিক নির্বাচনে পড়বে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেগম সুফিয়া কামাল হলের সামনে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের নির্বাচন বর্জনের এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

শিবির সমর্থিত ভিপি প্রার্থী বলেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশের মানুষ চায় দেশের সুষ্ঠু ধারার নির্বাচন অনুষ্ঠিত হোক। সেজন্য ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভিত্তিহীন। ডাকসুর মতো জাকসুতেও পুরো প্যানেল নিয়ে জয়লাভের প্রত্যাশার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ওএমআর মেশিন নিয়ে যে ভুয়া তথ্য প্রচার করেছে ছাত্রদল, সেই প্রতিষ্ঠানের মালিক আসলে বিএনপির লোক বলে দাবি করেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী।

নির্বাচনে কারচুপির বিষয়ে আরিফ উল্লাহ বলেন, নির্বাচনে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। তবে কোন কারচুপির ঘটনা ঘটেনি। সেখানে নির্বাচন বর্জনের কোন প্রশ্ন আসে না।

/এসআইএন

Exit mobile version