Site icon Jamuna Television

স্মারক স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ


স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) এবং স্মারক রৌপ্য মুদ্রার (বাক্সসহ) বিক্রয়মূল্য পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন দাম অনুযায়ী স্বর্ণ মুদ্রার নতুন বিক্রয়মূল্য এক লাখ ৭০ হাজার টাকা এবং স্মারক রৌপ্য মুদ্রার নতুন বিক্রয়মূল্য ৬৮ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারণেই এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত এই দাম আজ থেকেই কর্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

/এএস

Exit mobile version