Site icon Jamuna Television

জাকসু নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের হয়।

মিছিলটি ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ স্লোগান দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা জানান, ১২ হাজার ভোটার বিপরীতে ১৫ থেকে ১৭ হাজার ব্যালট ছাপানো হয়। প্রতিষ্ঠিত জামায়াত নেতা এই কাজ করেছেন। অতিরিক্ত ব্যালট ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থাকে পোলিং এজেন্টের মাধ্যমে সরবারহ করা হয়। ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা এই ব্যালটে কারচুপি করেছে।

তিনি আরও জানান, ২ ঘণ্টা যাবত পোলিং এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। নারী হলে কোন পোলিং এজেন্ট ঢুকতে দেয়া হয়নি৷ জাহা নারা ইমাম, ফজিলাতুন্নেছা, রোকেয়া, নজরুল হলে মব সৃষ্টি করে পোলিং এজেন্টদের বাধা দেয়া হয় যার পেছনে ছিলো বিশ্ববিদ্যালয়ের একটি গোষ্ঠির শিক্ষকরা।

/এএস

Exit mobile version