জাকসু নির্বাচনের ফলাফল কখন, যা জানালেন সদস্য সচিব

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে কাস্ট হওয়া ভোটের গড় হার ৬০ থেকে ৬৫ শতাংশের মতো। তবে ভোটগ্রহণের ৫ ঘণ্টা পরও শুরু হয়নি গণনা। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে ভোট গণনার কথা থাকলেও এখনও সেই কার্যক্রম শুরু করা যায়নি।

এদিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানান, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হবে, তাই ফলাফল পেতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ চলে। বিভিন্ন কেন্দ্র থেকে ভোটগ্রহণ শেষে ব্যালটবাক্স নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। পুলিশ, আনসার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তায় এই কার্যক্রম পরিচালনা করে। এদিকে সময় শেষ হওয়ার ১ ঘণ্টা পরেও কবি নজরুল হলে ভোটগ্রহণ করতে দেখা যায়।

রবীন্দ্রনাথ হলে ৭৫ শতাংশ, প্রীতিলতা হলে ৬২%, ১০ নং ছাত্র হলে ৭৩%, ১৩ নং হলে ৫৬% ভোট পড়েছে। এছাড়া ফজিলাতুন্নেছা হলে ৪২%, সুফিয়া কামাল হলে ৫৪%, কামালউদ্দিন হলে ৭২%, তারামন বিবি হলে ৬০%, নওয়াব ফয়জুন্নেছা হলে ৪৯%, আর সালাম বরকত হলে ৭৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply