Site icon Jamuna Television

শাহজাহানপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২

রাজধানীর শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে রবিন (২৪) ও বিশাল (২৪) নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) রাতে এ মারামারির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিন শাহজাহানপুরের বাগিচা এলাকায় থাকেন। বিশালের বাসা শাহজাহানপুর থানার মাদারটেক বাজার গলিতে। তিনি পেশায় লেগুনাচালক।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে রবিন ও শান্তর মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে শান্ত পিস্তল বের করে রবিনের পেটের বাম পাশে গুলি করে এবং পাশে থাকা লেগুনা চালক বিশালের পেটের ডানপাশে গুলি লাগে। পরে শান্ত তাদের দুজনকে গুলি করে পালিয়ে যায়।

এই ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এএম

Exit mobile version