Site icon Jamuna Television

চার্লি কার্ক হত্যাকাণ্ড: রাইফেল উদ্ধার, সন্দেহভাজনের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ডে জড়িত এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। এছাড়াও, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা সংস্থাটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই সন্দেহভাজনকে চিহ্নিত করে এফবিআই। নাম-পরিচয়হীন ঐ ব্যক্তির ছবি প্রকাশ করে জনগণের কাছে তার সন্ধান চাওয়া হয়।

আর ঘটনাস্থল থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বন্দুক দিয়েই হত্যা করা হয়েছিল চার্লি কার্ককে।

বুধবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চার্লি কার্ক। দেশটির ডানপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে আলোচিত কার্ক গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণদের সমর্থন আদায়ে বিশেষ ভূমিকা রাখেন।

/এএম

Exit mobile version