Site icon Jamuna Television

রাত ৮টায় টিএসসি বন্ধের নিয়ম কার্যকর হচ্ছে না

আজ থেকে রাত ৮ টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বন্ধ থাকার নতুন নিয়ম কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন টিএসসসির ভারপ্রাপ্ত পরিচালক এএমএম মহিউজ্জামান।

গতকাল রোববার টিএসসি কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন নোটিশের ওপর স্থগিতাদেশ আসে।

টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নোটিশ স্থগিত করেছে। শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র টিএসসিতে সব র্কাযক্রম বন্ধ করতে হবে রাত ৮টার মধ্যে। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন সাধারণ শির্ক্ষাথী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

Exit mobile version