Site icon Jamuna Television

টেকনাফ সীমান্তে বিজিবির হাতে ৫ মানবপাচারকারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ সাবরাং সীমান্তে অভিযান চালিয়ে ৫ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। 

গ্রেফতারকৃতরা হলেন-টেকনাফ সদর ইউপি ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লম্বরি এলাকার সৈয়দ আলম, মো. আব্দুল্লাহ, মো. রিদুয়ান হোসেন, নুরুল আফসার, আব্দুল হাকিম। এ ঘটনায় আরও ৪ আসামি পলাতক আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছু দিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মায়ানমার থেকে বাংলাদেশে মানব, মাদক পাচার এবং বাংলাদেশ হতে মায়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত। যার পরিপ্রেক্ষিতে, গত ১০ সেপ্টেম্বর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।

গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে সাবরাং সীমান্ত এলাকা থেকে একটি সংগঠিত পাচারকারী দলের ৫ সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা করার পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

বিজিবির অধিনায়ক আরও জানান, চলতি বছরে এ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানগুলোতে সঙ্গবদ্ধ মানব পাচারকারী চক্রের সর্বমোট ৪৭ জনকে আটক করা হয়েছে এবং ২১ জন আসামি এখনও পলাতক রয়েছে।

/এটিএম

Exit mobile version