Site icon Jamuna Television

আইফোন ১৭ উন্মোচনের পর অ্যাপলের শেয়ারে বড় দরপতন, বাজারমূল্যে হারিয়েছে ১১২ বিলিয়ন ডলার

অ্যাপলের বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ উন্মোচনের পর শেয়ারবাজারে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মাত্র দুই দিনের মধ্যে কোম্পানিটি ১১২.৬ বিলিয়ন বাজারমূল্য হারিয়েছে, যা নাইক-এর মোট বাজারমূল্যের প্রায় সমান।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উন্মোচনের দিন অ্যাপলের শেয়ার ১.৫% কমে যায়। পরদিন (১০ সেপ্টেম্বর) আরও ৩.২৩% পতন ঘটে, ফলে শেয়ারদর দাঁড়ায় ২২৬.৭৯ ডলার। এমন মারাত্মক দরপতনের পর অ্যাপলের বাজারমূল্যের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১১২.৬ বিলিয়ন ডলার।

কী ভুল হলো? বিনিয়োগকারীদের হতাশার ৫টি মূল কারণ:

১. সাধারণ আপডেট, কোনো বড় উদ্ভাবন নয়

ওয়াল স্ট্রিট চেয়েছিল এমন একটি আইফোন যা নতুন আপগ্রেড সাইকেল তৈরি করবে। কিন্তু আইফোন ১৭ সিরিজে মূলত হালকা ডিজাইন ও হার্ডওয়্যারে সামান্য পরিবর্তন এসেছে। কোনো বড় ধরনের ‘গেম চেঞ্জিং’ ফিচার ছিল না।

২. কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)-তে পিছিয়ে অ্যাপল

সিরিকে নিয়ে যে বড় এআই-ভিত্তিক পরিবর্তন আসবে বলে গুজব ছিল। কিন্তু এবারের আইফোন ১৭ সিরিজে মেজর কোন আপডেড না করে ২০২৬ পর্যন্ত পিছিয়ে দিয়েছে অ্যাপল। গুগল ও স্যামসাং যেখানে এআই-তে অনেক এগিয়ে, সেখানে অ্যাপলের পিছিয়ে পড়া বিনিয়োগকারীদের হতাশ করেছে।

৩. ‘সেল দি নিউজ’ প্রভাব

অনেক নতুন ফিচার, যেমন আইফোন ১৭ এয়ার-এর ডিজাইন, আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। ফলে উন্মোচন ইভেন্টে তেমন চমক ছিল না। অনেক ট্রেডার ‘রুমার’-এর সময় শেয়ার কিনে ইভেন্টের পরে ‘নিউজ’ আসার সাথে সাথেই বিক্রি করে দেন—ফলে শেয়ার বাজারে দাম পড়ে।

৪. ট্যারিফ ও লাভের ওপর চাপ

অ্যাপল জানিয়েছে, তারা ১ বিলিয়নের বেশি আমদানি শুল্ক (tariff) ভর্তুকি দেবে কিন্তু ফোনের দাম বাড়াবে না। ভোক্তাদের জন্য এটি ভালো হলেও, বিনিয়োগকারীরা এতে অ্যাপলের লাভের মার্জিন কমে যাওয়ার শঙ্কা দেখছেন।

৫. বিনিয়োগকারীদের উৎসাহের অভাব

উন্মোচনের দিন ট্রেডিং ভলিউমও ছিল কম, যা ইঙ্গিত দেয় বাজার এই প্রোডাক্ট লঞ্চ নিয়ে খুব একটা আশাবাদী নয়। লঞ্চের পড় ঠিক হয়েছেও তাই। শেয়ার বাজারে দেখা যায় ব্যাপক দরপতন।

সূত্র: মেশাবল, গালফ নিউজ।

/এআই

Exit mobile version