
ফাইল ছবি।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূ-পৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে। খবর রয়টার্সের।
তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। ভূমিকম্পটি ১০ কিমি (৬.২ মাইল) গভীরে হয়েছে।
কম্পনের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা। তবে এখনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।
/এসআইএন



Leave a reply