Site icon Jamuna Television

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকায় ফল প্রকাশে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশেদুল আলম।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফল প্রকাশের বিলম্বের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাবি প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ে গত ৩৩ বছরে আমরা জাকসু নির্বাচন দেখিনি, সুতরাং আমাদের অভিজ্ঞতাও কম। এ নির্বাচনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। কোনো প্রকার ভ্রান্তি বা সংশয় যাতে না থাকে, সেজন্য প্রত্যেকটি ব্যালট সুন্দর করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর তথ্য বিশ্লেষণ করে মূল রেজাল্ট শিটের ফলাফল তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে।

তিনি আরও বলেন, অভিজ্ঞতা কম, নিখুঁতভাবে করতে হলে সময়ের প্রয়োজন। এখানে তড়িঘড়ি করেও কিছু করা যাবে না। প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। এখান থেকে যে ফলাফল আসবে সেটা হবে অত্যন্ত সুন্দর, গোছানো ও যুক্তিযুক্ত।

এদিকে, জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা সাতটায়।

এরই মধ্যে ২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। চলছে আরও ৩ হলের ভোট গণনা।

গত বৃহস্পতিবার জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়।

সেদিন রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে হঠাৎ তা বন্ধ হয়ে যায়। পরে আবার ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা শুরু হয়। ইতোমধ্যে গণনার কাজে পোলিং অফিসার বাড়ানো হয়েছে।

/এসআইএন

Exit mobile version