Site icon Jamuna Television

অনলাইন জুয়ার আসক্তি কেড়ে নিলো তরুণের প্রাণ

রংপুর ব্যুরো

রংপুরের কাউনিয়ায় অনলাইন জুয়া খেলায় অর্থ হেরে কীটনাশক পানে অসুস্থ তরুণ আসিফ আলী (২০) মারা গেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মারা যান তিনি। আসিফ আলী উপজেলার বালাপাড়া শান্ত বাজার এলাকার  জাহিদুল ইসলামের পুত্র ।        

পরিবারের উদ্ধৃতি দিয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার জানান, আসিফ গোপনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন।  বিভিন্ন জনের কাছে টাকা ধার নিয়ে এই এই জুয়া খেলতেন। 

তিনি আরও জানান, আসিফ বিভিন্ন জনের কাছে ধার নেয়া ঋণ পরিশোধের জন্য তার বাবার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা নেয়। কিন্তু সেই টাকা নিয়ে ঋণ পরিশোধ না করে আবারও সে অনলাইনে জুয়া খেলে। জুয়া খেলায় অর্থ হেরে হতাশ হয়ে পড়ে। একপর্যায়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার পাঞ্জোর ভাঙ্গা এলাকায় তিস্তা নদীর ধারে কীটনাশক খেয়ে অসুস্থ হয়। 

স্বানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যায় আসিফ। 

উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার বলেন, এ ব্যাপারে নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/এটিএম

Exit mobile version