অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এই প্রাণী প্রদর্শনীর আয়োজন।
প্রদর্শনীতে কয়েক প্রজাতির পাখি, কুকুর, বিড়াল ও ঘোড়া রাখা হয়েছে। আগ্রহীরা বিভিন্ন প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস এবং জীবনযাপন সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন।
আয়োজকেরা বলছেন, এমন প্রদর্শনী মানুষকে সচেতন করবে প্রাণীকল্যাণে। তবে অনেকেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রাণীর সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণীর জীবনধারা ও অভ্যাস সম্পর্কে জানা, তাদের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন আয়োজকরা।
/এমএইচ

