Site icon Jamuna Television

ভারত-পাকিস্তান ম্যাচের বড় প্রভাবক হতে পারে টস

এশিয়া কাপে কাল ভারত-পাকিস্তান মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে আলোচনায় অনেক ইস্যু। এবারই প্রথম এক সাথে টস করবেন সালমান আলী ও সুরিয়া কুমার। টস রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ ডিউ ফ্যাক্টর। ম্যাচ ভেন্যু দুবাইতে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৫৭ রানে অলআউট করেছে ইউএই’কে, আর পাকিস্তান ৬৭ রানে গুড়িয়ে দিয়েছে ওমানকে।

এশিয়া কাপের লড়াই বিবেচনা করলে সুপার সানডের ভারত-পাকিস্তান মহারণ হবে এই দুই দলের ২০তম ম্যাচ। এর আগে দুই দলের ১৯ দেখায় ভারত জিতেছে ১০টি ম্যাচ আর পাকিস্তান জয় পেয়েছে ৬ বার। তবে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ৩বার। যেখানে ভারত জিতেছে ২ ম্যাচ আর পাকিস্তান জয় পেয়েছে ১ বার।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান লড়াই। কেমন হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের পিচ? এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুবাইতে আরব আমিরাতকে ৫৭ রানে অলআউট করে ভারত। তবে রান তাড়া করতে নেমে মাত্র ৪ ওভার ৩ বলেই জয় তুলে নেয় শুরিয়া কুমারের দল।

অন্যদিকে, পাকিস্তান শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে একই ভেন্যুতে ওমানকে অলআউট করে ৬৭ রানে। যদিও আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬০ রান করেছিলো সালমান আগার দল।

সাম্প্রতিক পরিসংখান বলছে স্পোর্টিং পিচ হয় দুবাইতে। ব্যাটার ও বোলারের জন্য থাকে প্রায় সমান সুবিধা। তবে টস হতে পারে গুরুত্বপূর্ন। কারণ ডিউ ফ্যাক্টর, টস জিতলে তাই আগে বোলিং করার সিদ্ধান্ত নেবে অধিনায়ক।

এই প্রথমবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে নেতৃত্ব দিতে নেমেছেন দুই দলের অধিনায়করা। শুরিয়া কুমার ইয়াদব আর সালমান আলী আগা প্রথমবার টস করতে নামবেন এক অন্যের বিপক্ষে।

উল্লেখ্য, যে কোন ইভেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচ মানে দর্শকদের উপচে পড়া ভিড়। টিকেট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় সব টিকিট। কিন্তু ভারতীয় গনমাধ্যম বলছে দুই দেশের সবশেষ সংঘাতের পর এবার পরিস্থিতি ভিন্ন। ম্যাচের আগেন দিন পর্যন্ত নাকি পাওয়া যাচ্ছিল ম্যাচের টিকিট। অথাৎ আগ্রহ হারিয়েছে দর্শকরা, বিশেষ করে ভারতীয়রা।

/এমএইচআর

Exit mobile version