Site icon Jamuna Television

ফ্লিকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল উয়েফা

চ্যাম্পিয়ানস লিগ শুরু হওয়ার আগেই বার্সেলোনার হেড কোচ হান্সি ফ্লিক ও সহকারী কোচ মার্কাস জর্গের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে উয়েফা। তবে এই দুইজনেকেই ২০ হাজার ডলার জরিমানা ও এক বছরের জন্য পর্যবেক্ষণে রাখবে ইউরোপিয়ান ফুটবলের এই সংস্থাটি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মুন্দো দেপোর্তিভোসহ স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আপিলে জিতেছে কাতালান ক্লাবটি।

পরে উয়েফাও এক বিবৃতিতে নিশ্চিত করে বিষয়টি। যদিও ফ্লিক ও জর্গ দুজনকেই এক বছর ‘নিরীক্ষণে’ রাখবে উয়েফা। এই সময়ের মধ্যে আবার একই ধরনের আচরণ করলে শাস্তি পুনর্বহালের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞাও আসতে পারে।

গত চ্যাম্পিয়ানস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান ফ্লিক। বিষয়টি উয়েফার নজরে আসলে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ ও ২০ হাজার ডলার জরিমানা করা হয় ফ্লিক ও জর্গকে।

মূলত, বার্সেলোনোর পক্ষ থেকে আপিল করার পরই শাস্তি কমালো উয়েফা। লা লিগায় আগামী রবিবার ভালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

/এমএইচআর

Exit mobile version