Site icon Jamuna Television

আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে দুই বাংলাদেশি

ফ্রান্সের নিশেতে আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে বাংলাদেশ থেকে দুইজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

তারা হলেন, মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত ও মো. আরিফুর রহমান।

এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, ১৯৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কানালুয়াতে ঐতিহ্যগতভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০২২ সাল থেকে নারী ও পুরুষদের আলাদা রেসের ব্যবস্থা করা হয়। এবারের আসরের নারীদের রেস হাওয়াইয়ে ও পুরুষদের রেস ফ্রান্সের নিস অনুষ্ঠিত হবে।

/আরএইচ

Exit mobile version