Site icon Jamuna Television

লঙ্কানদের সামনে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫–এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। এশিয়া কাপে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ এনে দিল শ্রীলঙ্কা। নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমে ১৪০ রানের লক্ষ্য ৩২ বল হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে বিজয় ছিনিয়ে আনে লঙ্কানরা।

এর আগে, আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শামিম হোসেন। আর জাকের আলি করেন ৪১ রান।

টসে হেরে প্রথমে ব্যাট করে ভয়াবহ অবস্থায় পড়ে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফিরলে দল চাপে পড়ে যায়। টপ অর্ডারের ব্যর্থতায় ১০ ওভারের মধ্যেই ৫৩ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। অধিনায়ক লিটন দাস (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও তিনিও সাজঘরে ফেরেন হাসারাঙ্গার বলে।

এরপর জাকের আলী (৪১*) আর শামীম হোসেন (৪২*) ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়ে কোনোভাবে দলকে টেনে নিয়ে যান লড়াই করার মতো অবস্থানে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।

তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে সেটি প্রমাণিত হয় একেবারেই অপ্রতুল। ওপেনার পাথুম নিসাঙ্কা ৩৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। তার সঙ্গে কামিল মিশারা ৮৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন। নিসাঙ্কা ফেরার পরও মিশারা অপরাজিত ৪৬ রানে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন।

/এএইচএম

Exit mobile version