Site icon Jamuna Television

মাগুরায় দূর্বৃত্তদের হামলায় নিহত ১

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে রশিদ লস্কার নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

আজ বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মাগুরা সদর হাসপাতাল থেকে রশিদ লস্কার তার স্ত্রীসহ নিজ বাড়ি কাশিনাথপুরে পৌছার পর পূর্বথেকেই ওৎপেতে থাকা ৩ মোটর সাইকেল আরোহী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

এসময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে আহত অবস্থায়  উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশের ধারণা,  মাগুরার শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন যাবত গজদূর্বা গ্রামের রাজ্জাক মোল্ল্যা ও ইব্রাহীম, মনিরুলের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

নিহত রশিদ লস্কার ব্যাবসায়িক প্রয়োজনে ৭ বছর আগে মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে বাড়ি করে বসবাস করে আসছিল। সে শালিখা উপজেলার গজদূর্বা গ্রামের মৃত জবেদ আলী লস্কারের পুত্র।

Exit mobile version