Site icon Jamuna Television

চুরির অপবাদে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন, বিষপানে আত্মহত্যার চেষ্টা

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে সুপারি চুরি অপবাদে নবম শ্রেণির শিক্ষার্থী কিশোর রোমানকে (১৪) গাছের সাথে শিকলে বেঁধে নির্যাতন করা হয়। পরে নির্যাতনের ভিডিও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় লজ্জা ও অভিমানে কৃষি কাজে ব্যবহৃত পোকা মারার ওষুধ (বিষ) পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানের পরে ভুক্তভোগী রোমানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানায় জরুরি বিভাগের চিকিৎসক।

ভুক্তভোগী রোমান ও তার পরিবারের অভিযোগ, বেলা ১১টার দিকে হাওলাদার বাড়ির মোহাম্মদ ছালাম সুপারি সংগ্রহের চুক্তি করে ভুক্তভোগীকে গাছে ওঠায়। পরে ফেরার পথে ঢাকায় বসবাস করা এক ব্যক্তির গাছ থেকে সুপারি সংগ্রহ করে নেয়ার চেষ্টা করে ভুক্তভোগী। স্থানীয় সজিব, বাবু ও আমিন নামের তিনজন এ ঘটনা দেখতে পেয়ে রোমানকে ধাওয়া দিয়ে আটক করে এবং গাছের সাথে শিকলে বেঁধে ব্যাপক মারধর করেন। এ সংক্রান্ত ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ছেড়ে দেয়। ভিডিও ছড়িয়ে পরলে রাত সাড়ে ৮টার দিকে লজ্জায় রোমান পোকা মারার ওষুধ খেয়ে ফেলেন। অভিযুক্ত ব্যক্তিদের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তাদের মন্তব্য জানা যায়নি।

অপরদিকে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম।

/এএইচএম

Exit mobile version