Site icon Jamuna Television

পাকিস্তানে জঙ্গি আস্তানায় অভিযান: আরও ৭ সেনার মৃত্যু

জঙ্গিগোষ্ঠী পাকিস্তান তেহরিক-ই তালেবান-টিটিপির আরেকটি আস্তানায় অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছে দেশটির আরও ৭ সেনা। শনিবার (১৩ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়ার লোয়ারদিরের এ অভিযানে মৃত্যু হয়েছে ১০ জঙ্গির।

সব মিলিয়ে প্রদেশটির তিন জায়গায় সেনাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে মোট ৪৫ জঙ্গির। আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনাদের সাথে তীব্র সংঘর্ষ হয় সন্ত্রাসীদের। প্রাণ যায় ১২ সেনার। ১৩ জঙ্গিরও মৃত্যু হয় সেখানে।

বাজাউর জেলায় আরেকটি অভিযানে নিহত হয় ২২ জঙ্গি। একাধিক বিবৃতিতে এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

টিটিপির অপরাধ্মূলক কার্যক্রম রুখে দিতে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। পাকিস্তানে পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

/এমএইচ

Exit mobile version