
শিক্ষার্থীদের জন্য কাজ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিভিন্ন পদে জয়ীরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরিয়া সেজদাহ দিতে যান শিবির প্যানেলের জয়ী প্রার্থীরা।
নবনির্বাচিত ভিপি আবদুর রশিদ জিতু বলেন, সবাইকে সাথে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে চান। আর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দাবি, শিক্ষার্থীদের মানসিকতা বুঝতে পারার কারণেই আসছে ধারাবাহিক জয়।
জয়ের পর প্রার্থীরা জানান, শিক্ষার্থীদের জন্য কাজ করাই হবে এখন তাদের মূল লক্ষ্য। এমন জয়ের পর শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে বিজয়ীরা।
জাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর ২৫টি পদের মধ্যে জিএস-এজিএস ছাড়াও ২০টি পদে জয় পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে ভিপি পদ এবং দুটি করে পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এরপর ৪৪ ঘণ্টা ধরে চলে ভোট গণনা। শনিবার বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
/এমএইচ



Leave a reply