Site icon Jamuna Television

রোমানিয়ার আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের অভিযোগ

ইউক্রেনে আক্রমণের সময় রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে রোমানিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

এর আগে, শনিবার (১৩ সেপ্টেম্বর) রোমানিয়ার এই অভিযোগের আগে, পোল্যান্ডও ড্রোন হামলার হুমকি নিয়ে বিমান মোতায়েন এবং লুবলিন শহরের একটি বিমানবন্দর বন্ধ করেছিল। ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেশী দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে, বিশেষ করে পোল্যান্ড এ সপ্তাহের শুরুতে ন্যাটো মিত্রদের বিমান নিয়ে রাশিয়ার ড্রোনগুলোকে দেশটির আকাশসীমায় গুলি করে ভূপাতিত করে।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ড্রোন অনুপ্রবেশ শনাক্ত করা হয় এবং দুইটি এফ-১৬ ফাইটার জেট এবং দুইটি ইউরোফাইটার (জার্মানির বিমান নিরাপত্তা মিশনের অংশ) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের আশ্রয় নিতে সতর্ক করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, বিমানগুলো ড্রোনটিকে অনুসরণ করেছে যতক্ষণ না এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, যা রোমানিয়ার চিলিয়া ভেচে গ্রাম অঞ্চলের কাছে ছিল।

রোমানিয়া মূলত ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত সদস্য দেশ এবং ইউক্রেনের সঙ্গে ৬৫০ কিলোমিটার (৪০০ মাইল) সীমান্ত ভাগাভাগি করে। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর বারবার রাশিয়ার ড্রোনের অংশ দেশটির ভূখণ্ডে পড়েছে।

/এআই

Exit mobile version